‘ইরান সাহায্য না করলে সন্ত্রাসীরা আজ মধ্যপ্রাচ্যে রাষ্ট্র শাসন করত’
(last modified Sun, 27 Jan 2019 23:51:56 GMT )
জানুয়ারি ২৮, ২০১৯ ০৫:৫১ Asia/Dhaka
  • ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি
    ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি

উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরান যদি সিরিয়া ও ইরাক সরকারকে সাহায্য না দিত তাহলে এসব জঙ্গি গোষ্ঠী এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশে রাষ্ট্রীয় শাসনক্ষমতায় থাকত।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি রোববার তেহরানে একটি আন্তর্জাতিক উৎসবের সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীগুলো ইরাক ও সিরিয়ার নিরপরাধ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছিল। ইরান সময়মতো ওই দুই দেশের পাশে না দাঁড়ালে দায়েশ বা আইএস আরো অনেক দেশ দখল করে সেসব দেশের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নিত।

ইসলামি বিপ্লবের পর ইরানসহ গোটা মধ্যপ্রাচ্যের গত ৪০ বছরের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি বলেন, ইরানকে চাপিয়ে দেয়া আট বছরের একটি যুদ্ধ মোকাবিলা করতে হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার চাপিয়ে দেয়া পারস্য উপসাগরীয় যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব এখনো রয়ে গেছে।

ইরান গত ৪০ বছরে বহু সমস্যা সাফল্যের সঙ্গে কাটিয়ে উঠেছে বলে উল্লেখ করেন জাহাঙ্গিরি। তিনি বলেন, গত ৪০ বছরের অভিজ্ঞতা ও নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে ইরান সাফল্যের সঙ্গে আমেরিকার চাপিয়ে দেয়া বর্তমান অর্থনৈতিক যুদ্ধেও জয়ী হতে পারবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮