আমাকে বাহরাইনে পাঠাবেন না: আশ্রয় গ্রহণকারী ফুটবলার
-
থাই আদালতে হাজিরা দেন বাহরাইনের ফুটবলার হাকিম আল-আরাইবি
থাইল্যান্ডে আশ্রয় গ্রহণকারী বাহরাইনের ফুটবলার হাকিম আল-আরাইবি বলেছেন, তিনি চান না তাকে নিজের দেশে ফেরত পাঠানো হোক। আজ (সোমবার) থাইল্যান্ডের একটি আদালতে তিনি একথা বলেছেন।
বাহরাইন সরকার এ ফুটবলারকে দেশে ফেরত পাঠানোর জন্য থাই সরকারকে অনুরোধ জানিয়েছে। সে বিষয়ে আজ আদালতে শুনানি হয়। বাহরাইন সরকারের অনুরোধকে হাকিম আল-আরাইবি চ্যালেঞ্জ করেছেন। তিনি আদালতে বলেছেন, দেশে ফিরলে তার ওপর নির্যাতন করা হতে পারে; এমনকি তাকে হত্যা করা হতে পারে।
আদালতে পৌঁছে হাকিম আল-আরাইবি সাংবাদিক ও ফুটবল কর্মকর্তাদের তাকে কারাগার থেকে মুক্ত করার জন্যও অনুরোধ করেন। এসময় তিনি করুণ আর্তি জানিয়ে বলেন, “দয়া করে আমাকে বাহরাইনে ফেরত পাঠাবেন না।”
২৫ বছর বয়সী বাহরাইনের এ ফুটবলার অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করেন এবং মেলবোর্ন সকার ক্লাবের হয়ে খেলে থাকেন। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া থেকে অবকাশ যাপনের জন্য থাইল্যান্ডে যান কিন্তু তাকে আটক করা হয়। বাহরাইন সরকার তাকে দেশে ফেরত চাইলেও থাই আদালত বলেছে, এ ফুটবলার আরো দুই মাসে কারাগারে থাকবে।#
পার্সটুডে/এসআইবি/৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন