‘পূর্বশর্তের কাছে নতি স্বীকার ছাড়াই আরব লীগে ফিরে যাবে সিরিয়া’
(last modified Mon, 04 Feb 2019 23:48:07 GMT )
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ০৫:৪৮ Asia/Dhaka
  • সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
    সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশ কোনো চাপ বা পূর্বশর্তের কাছে নতি স্বীকার না করেই আরব লীগে ফিরে যেতে পারবে।

তিনি সোমবার দামেস্কে এক বক্তৃতায় বলেন, “যারা সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে চায় না কিংবা পূর্বশর্ত চাপিয়ে দিতে চায় তারা সফল হবে না। সিরিয়া কোনো হুমকির কাছে মাথা নত করবে না।” এই মুহূর্তে অভ্যন্তরীণ সংকট সমাধানের চেয়ে অন্য কোনো কাজকে দামেস্ক অগ্রাধিকার দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।

ফয়সাল মিকদাদ বলেন, মধ্যপ্রাচ্যের বাইরের কিছু শক্তির দিক-নির্দেশনায় কিছু আরব দেশ সিরিয়া-বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে যা একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন নিয়ে যেসব তৎপরতা চালানো হচ্ছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে দামেস্ক।

গত ৮ বছরের সহিংসতায় সিরিয়ার অপূরণীয় ক্ষতি হয়েছে

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর ওই বছরেরই নভেম্বরে দেশটির আরব লীগ সদস্যপদ স্থগিত করা হয়। দামেস্ক ওই সিদ্ধান্তকে ‘অবৈধ এবং সংস্থার ঘোষণা-পরিপন্থি’ বলে প্রত্যাখ্যান করেন।

সাম্প্রতিক সময়ে সিরিয়া পরিস্থিতি দেশটির সরকারের অনুকূলে আসার পর সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি আরব দেশ দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। সেইসঙ্গে লেবানন ও তিউনিশিয়াসহ আরো কিছু দেশ সিরিয়াকে ২২ সদস্যের আরব লীগে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫     

ট্যাগ