সৌদি কারাগারে ধর্মীয় নেতার অনশন, অন্য বন্দিরাও সহযোগী হলেন
https://parstoday.ir/bn/news/west_asia-i68310-সৌদি_কারাগারে_ধর্মীয়_নেতার_অনশন_অন্য_বন্দিরাও_সহযোগী_হলেন
সৌদি আরবের একটি কারাগারে অনশন ধর্মঘট শুরু করেছেন কারবন্দিরা। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১৮:৫৮ Asia/Dhaka
  • সৌদি কারাগারে ধর্মীয় নেতার অনশন, অন্য বন্দিরাও সহযোগী হলেন

সৌদি আরবের একটি কারাগারে অনশন ধর্মঘট শুরু করেছেন কারবন্দিরা। 

কারাবন্দি আবদুল্লাহ বিন হামিদ আল হামেদ নামের একজন ধর্ম-প্রচারক ও মানবাধিকার কর্মী অনশন ধর্মঘট শুরু করার পর ওই কারাগারের অন্যান্য বন্দিরাও অনশন ধর্মঘট শুরু করেন। 

সামাজিক গণমাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক লেখালেখি করছেন সৌদি নাগরিকরা। আর এ থেকে বোঝা যায় সৌদি কারাগারগুলোতে বন্দি দেশটির ধর্ম-প্রচারক, রাজবন্দি ও মানবাধিকার কর্মীদের ব্যাপারে সেদেশের জনগণ বেশ উদ্বেগে রয়েছেন।

সৌদি সরকারের সঙ্গে ভিন্নমত  পোষণের দায়ে দেশটির শত শত রাজনৈতিক কর্মী ও মানবাধিকার কর্মীকে আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিভাগ তাদের মুক্তি দিতে সম্প্রতি সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 

সৌদি আরবের নতুন সরকার ও যুবরাজের তৎপরতা এবং মার্কিন ও ইসরাইল-বান্ধব নীতির বিরুদ্ধে কথা বলায় সাম্প্রতিক মাসগুলোতে দেশটির বেশ কয়েকজন বড় আলেম, সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হত্যার শিকার হয়েছেন বলে নানা সংবাদ-সূত্র খবর দিয়েছে। শিয়া, সুন্নি ও ওয়াহাবি আলেমরা ছাড়াও অনেক ব্যবসায়ী ও এমনকি রাজপুত্রও একই কারণে দেশটির কারাগারগুলোতে বন্দি রয়েছেন। #

পার্সটুডে/এমএএইচ/২২