প্রতিরোধ সংগ্রাম বন্ধ করবে না ফিলিস্তিনি জনগণ: হামাসের হুঁশিয়ারি
ফিলিস্তিনি জনগণ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রাম বন্ধ করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ও সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বুধবার এক বক্তব্যে বলেছেন, দখলদার ইসরাইল যেন এই দিবাস্বপ্ন না দেখে যে, তারা ফিলিস্তিনি জনগণের ইহুদিবাদ বিরোধী মনোবল ভাঙতে পারবে।
হামাস সম্প্রতি ইসরাইলকে একটি শিক্ষা দিয়েছে বলে উল্লেখ করে হানিয়া বলেন, তেল আবিব আমাদের বার্তা পেয়ে গেছে। হামাস নেতা বলেন, “গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধে সহায়তাকারী সকল পক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
গাজা উপত্যকার ওপর পরপর দু’রাত ইসরাইলি ব্যাপক বোমাবর্ষণের পর ইসমাইল হানিয়া এ বক্তব্য দিলেন। গাজা উপত্যকা থেকে নিক্ষিপ্ত একটি দূরপাল্লার রকেট ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে আঘাত হানার পর ওই বিমান হামলা চালায় ইহুদিবাদী বাহিনী। ওই ক্ষেপণাস্ত্র হামলায় সাত ইসরাইলি অভিবাসী আহত হয়।
এদিকে, মঙ্গলবার রাতে গাজার খান ইউনুস ও রাফাহ এলাকায় ইসরাইলি জঙ্গিবিমান বোমাবর্ষণ করার পর বুধবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা চালায়।
হামাস নেতা ইসমাইল হানিয়া তার বক্তব্যের অন্য অংশে আগামী ৩০ মার্চের ইসরাইল বিরোধী বিক্ষোভে ব্যাপকভাবে অংশ নিতে গাজাবাসীর প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার আদায়ের লক্ষ্যে গত বছরের ৩০ মার্চ গাজা-ইসরাইল সীমান্তে ইহুদিবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। তখন থেকে গত এক বছরে গাজা সীমান্তে ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত ও ২৬ হাজার মানুষ আহত হন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮