গাজা উপত্যকায় চলছে তীব্র প্রতিরোধ
হামাসের হামলায় আরো ২ সেনার নিহত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল
গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হামলায় আরো দুই ইহুদিবাদী সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইলি দখলদার বাহিনী। আজ এক বিবৃতিতে ওই বাহিনী বলেছে, নিহত দুই সেনা গিভাতি ব্রিগেডের শাকেদ ব্যাটেলিয়নের সদস্য ছিল।
যে হামলায় ওই দুই সেনা নিহত হয়েছে ওই একই ঘটনায় আরেক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে হামলাটি কীভাবে হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি দখলদার সেনারা।
গত কয়েকদিনে হামাস গাজার উত্তরাঞ্চলে ইসরাইল বিরোধী বেশ কিছু হামলার ভিডিও প্রকাশ করেছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে, দুই থেকে তিনজন ইসরাইলি সেনা যখন একটি সাঁজোয়া যান চালিয়ে যাচ্ছিল তখন আরপিজি মেরে সেটিকে উড়িয়ে দেয়া হয়।
এই দুই সেনার নিহত হওয়ার ফলে তেল আবিব থেকে প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৭৮০ জনে পৌঁছালো।
এদিকে গাজা উপত্যকায় গত এক বছরের ইসরাইলি গণহত্যার শিকার হয়ে অন্তত ৪৩,৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে আহত হয়েছেন আরো এক লাখ দুই হাজার গাজাবাসী। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/৩