সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমেরিকা: রুশ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i70211-সিরিয়াকে_ভেঙে_ফেলার_ষড়যন্ত্র_চালিয়ে_যাচ্ছে_আমেরিকা_রুশ_পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমেরিকা। আজ (বুধবার) রাজধানী মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
মে ০৮, ২০১৯ ১৯:২৪ Asia/Dhaka
  • জারিফ (বামে) ও ল্যাভরভ (ডানে)
    জারিফ (বামে) ও ল্যাভরভ (ডানে)

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমেরিকা। আজ (বুধবার) রাজধানী মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমেরিকা কুর্দিদেরকে সিরিয়ার আরব এলাকায় নিয়ে যাচ্ছে। সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করতেই এ কাজ করা হচ্ছে। ল্যাভরভ বলেন, সিরিয়ায় অবৈধভাবে মার্কিন সেনারা অবস্থান করছে। কিন্তু ইরান ও রাশিয়া সেখানে গেছে সিরিয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণে। 

মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সহযোগিতা করার পাশাপাশি সিরিয়া বিষয়ক আস্তানা সংলাপ নিয়েও ষড়যন্ত্র করছে বলে তিনি জানান। 

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী নিয়ে আসার সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা অন্য দেশকে হুমকি দেওয়ার নীতি অনুসরণ করছে। একই পদ্ধতি তারা ভেনিজুয়েলার ক্ষেত্রেও প্রয়োগ করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮