ট্রাম্পের পরিকল্পনা: পশ্চিম তীরেও চালু হবে ইসরাইলি আইন
(last modified Mon, 13 May 2019 11:07:40 GMT )
মে ১৩, ২০১৯ ১৭:০৭ Asia/Dhaka
  • নেতানিয়াহু (বামে) ও ট্রাম্প
    নেতানিয়াহু (বামে) ও ট্রাম্প

ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের চলমান সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত “শতাব্দির সেরা চুক্তি” নামে যে পরিকল্পনা পেশ করতে যাচ্ছেন তাতে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল আইন চালু করার কথা বলা হয়েছে। ইসরাইলের টেলিভিশন চ্যানেল-১২ নিউজ এ খবর দিয়েছে।

ট্রাম্পের কথিত এ শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনের সমস্ত অবৈধ ইহুদি বসতি স্থায়ী চুক্তির আওতায় ইসরাইলের হাতে থাকবে। ইসরাইল এসব বসতির বিষয়ে যে পদক্ষেপ নেবে আমেরিকা তার বিরোধিতা করবে না।

ট্রাম্পের কথিত শন্তি পরিকল্পনায় আরো বলা হয়েছে, আমেরিকা যদিও ইসরাইলের দখলদারিত্ব বিস্তারের বিষয়টিকে সরাসরি সমর্থন করে না তবে ইহুদি বসতিগুলোতে ইসরাইলের আইন চালুর বিরোধিতা করবে না।

গত মাসে নির্বাচনের সময় ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্ব বাড়াবেন এবং এ কাজে তিনি আমেরিকার সমর্থন পাবেন।

চ্যানেল-১২ বলছে, ইসরাইল যদি সমস্ত অবৈধ ইহুদি বসতিতে নিজের আইন চালু করে তাহলে আমেরিকা তার বিরোধিতা করবে না। এ বিষয়ে হোয়াইট হাউজ কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ