বাগদাদে ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জারিফ
(last modified Sat, 25 May 2019 23:20:24 GMT )
মে ২৬, ২০১৯ ০৫:২০ Asia/Dhaka
  • ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহর সঙ্গে সাক্ষাৎ করেন জারিফ
    ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহর সঙ্গে সাক্ষাৎ করেন জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শনিবার বাগদাদ সফরে গেছেন। সেখানে শনিবার রাতেই তিনি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে জারিফ ও সালিহ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগে জারিফ স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুলমাহদি’র সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেও দ্বিপক্ষীয় বিষয়াদির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জারিফ ও মাহদি। তবে এসব সাক্ষাতের খুঁটিনাটি বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরাকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে শনিবার বিকেলে বাগদাদ বিমানবন্দরে পৌঁছান এবং সেখানে ইরাকের পররাষ্ট্র সচিব নিজার খয়রুল্লাহ তাকে স্বাগত জানান।

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদির সঙ্গে জারিফের সাক্ষাৎ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী চলমান বাগদাদ সফরে ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আলী আল-হাকিমের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। সেইসঙ্গে তিনি ইরাকের কিছু রাজনৈতিক দল ও গোত্র প্রধানদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কারবালা ও নাজাফে নবীবংশের ইমামদের মাজারগুলো জিয়ারত করবেন।

আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার ও ইরান-বিরোধী উসকানিমূলক পদক্ষেপ নিচ্ছে তখন ইরাক সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরাকের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৬

ট্যাগ