ফিলিস্তিনি যুবক শহীদ, আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে ইসরাইলি বাধা
(last modified Fri, 31 May 2019 12:31:00 GMT )
মে ৩১, ২০১৯ ১৮:৩১ Asia/Dhaka
  • আকসা মসজিদ
    আকসা মসজিদ

জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ১৬ বছর বয়সী আব্দুল্লাহ গেইস রমজানের শেষ জুমার নামাজে যাবার পথে বেথেলহামে পৌঁছলে ইসরাইলি সেনারা গুলি করে। গুলিবিদ্ধ গেইস ঘটনাস্থলেই প্রাণ হারায়। ইসরাইলি সেনারা এর আগেও আরেক ফিলিস্তিনি যুবককে শহীদ করেছে। দুই ইহুদিবাদী সেনার ওপর হামলার মিথ্যা অজুহাতে ওই যুবককে হত্যা করেছে তারা।

এদিকে হাজার হাজার মুসল্লি আজ কুদস দিবস উপলক্ষে মাসজিদুল আকসায় সমবেত হয়েছে। এ সময় ইহুদিবাদী সেনাদের কড়া নিরাপত্তার মুখোমুখি পড়তে হয়েছে মুসল্লিদের। ইহুদিবাদী সেনারা প্রাচীন উপশহরসহ মাসজিদুল আকসার সকল প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে। শত শত ইসরাইলি সেনা মোতায়েন করা হয়েছে। বাবুল আমুদ এলাকায় জনগণের চলাচল বন্ধ করে দিয়ে সামরিক শাসনের মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

 

ট্যাগ