ওমান সাগরে ২ তেল ট্যাংকারে হামলা; ভয়াবহ বিস্ফোরণ
জুন ১৩, ২০১৯ ১২:৫৪ Asia/Dhaka
ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেল ট্যাংকার দুটিতে হামলার পর এই বিস্ফোরণ ঘটে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ওমানের স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে ওমান সাগরে পর পর দুটি বিস্ফোরণ শোনা গেছে। সূত্রগুলো বলছে, তেল ট্যাংকারে হামলার পর তাতে বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানি সূত্রও বলেছে, ট্যাংকার দুটি থেকে প্রতিবেশী দেশগুলোর কাছে বিপদ সংকেত পাঠানো হয়েছে।
এদিকে, বার্তা সংস্থা এপি জানিয়েছে- ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত মেরিটাইম ট্রেড অপারেশন্স সতর্ক করে বলেছে, ওমান সাগরে অজ্ঞাত কিছু ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৩
ট্যাগ