ইসরাইল পতনের দ্বারপ্রান্তে: শেখ নায়িম কাসেম
-
লেবাননের হিজবুল্লাহ মহাসচিব শেখ নায়িম কাসেম
পার্সটুডে-লেবাননে পেজার বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলি অপরাধের বার্ষিকী উপলক্ষে সেদেশের হিজবুল্লাহ আন্দোলনের মহাসচিব জোর দিয়ে বলেছেন: ইসরাইলের পতন হবে।
হিজবুল্লাহর মহাসচিব শেখ নায়িম কাসেম বুধবার, পেজার বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলি অপরাধের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় ওই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেছেন: অপরাধী এবং দখলদার ইসরাইলের পতন হবে। পার্সটুডে আরও জানায়, শেখ নায়িম কাসেম পেজার দুর্ঘটনায় আহতদের উদ্দেশ্যে বলেন: তোমরা তোমাদের ক্ষত নিরাময় করছো এবং তোমরা সেগুলো কাটিয়ে উঠবে এবং তোমরা এই পরীক্ষায় সফল হয়েছো এবং সুস্থ হয়ে উঠছো। তোমরা দৃষ্টির বাইরের অন্তর্দৃষ্টি দিয়ে পথে হাঁটছো।
ইসরাইলের পতন হবে
তিনি আরও বলেন: শত্রুরা যুদ্ধে তোমাদের ভূমিকা কেড়ে নিতে চেয়েছিল কিন্তু তোমরা ভূমিকা পালন করে যাও, তোমাদের পথে চলতে থাকো কারণ তোমাদের আঘাতের মূল্য অনেক। প্রতিরোধ ও শহীদদের নেতা সাইয়্যিদ হাসান নাসরুল্লাহর দেখানো পথে চলা অব্যাহত রাখো, তোমরাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। তিনি আরও বলেন: জেনে রাখো ইসরাইলের পতন হবে কারণ তারা একজন আগ্রাসী, অপরাধী, দখলদার, এবং বিজয় তোমাদেরই।
নায়িম কাসেম আরও বলেন: তোমরা আহতরা অগ্রগামী দৃষ্টিভঙ্গির অধিকারী, আশার চাবিকাঠি, চিরন্তন জীবনের ভালোবাসা এবং জীবনের আলো, তোমরা শিক্ষক, পরামর্শদাতা এবং পথপ্রদর্শক।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।