আগ্রাসন চালালে লেবাননের প্রতিরোধের মুখে পড়বে ইসরাইল: আউন
https://parstoday.ir/bn/news/west_asia-i73434-আগ্রাসন_চালালে_লেবাননের_প্রতিরোধের_মুখে_পড়বে_ইসরাইল_আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি তার দেশের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন চালায় তাহলে লেবানন তার বৈধ অধিকার অনুসারে পাল্টা জবাব দেবে। তিনি সতর্ক করে বলেন, এধরনের আগ্রাসনের পরিণতির জন্য ইসরাইলকে দায় বহন করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ২০:৪৬ Asia/Dhaka
  • মিশেল আউনের (ডানে) সঙ্গে জ্যান কুবিসের বৈঠক
    মিশেল আউনের (ডানে) সঙ্গে জ্যান কুবিসের বৈঠক

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি তার দেশের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন চালায় তাহলে লেবানন তার বৈধ অধিকার অনুসারে পাল্টা জবাব দেবে। তিনি সতর্ক করে বলেন, এধরনের আগ্রাসনের পরিণতির জন্য ইসরাইলকে দায় বহন করতে হবে।

লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জ্যান কুবিসের সঙ্গে রাজধানী বৈরুতের বাবদা প্যালেসে আজ (শুক্রবার) এক বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট আউন।

২০০৬ সালে ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে ১৭০১ নম্বর প্রস্তাব পাস হয়েছিল তার প্রতি লেবানন অনুগত থাকবে বলেও উল্লেখ করেন আউন। দক্ষিণ লেবাননে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল যে ড্রোন হামলা চালিয়েছে সে সম্পর্কে তিনি বলেন ইসরাইল এভাবে লেবাননের সীমানা লংঘন করছে এবং একইসঙ্গে তারা জাতিসংঘের প্রস্তাবকেও অমান্য করছেন।

নাবিহ বেরির সঙ্গে জ্যান কুবিসের বৈঠক

বৈঠকে জাতিসংঘের বিশেষ দূত বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো লেবানন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। তিনি লেবাননের স্পিকার নাবিহ বেরির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন। এ সময় নাবিহ বেরি জাতিসংঘের কর্মকর্তাকে বলেন, সম্প্রতি লেবাননের ওপর যে হামলা চালিয়েছে ইসরাইল তার মাধ্যমে নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে; এ ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে জিজ্ঞাসাবাদ করা উচিত।#

পার্সটুডে/এসআইবি/৬