ইরাক প্রতিবেশী দেশের কোনো ক্ষতি করবে না: আদেল আব্দুল মাহদি
(last modified Tue, 17 Sep 2019 15:15:10 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ২১:১৫ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক করেন।
    প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক করেন।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি বলেছেন, ভাতৃপ্রতিম প্রতিবেশী দেশের কোনো ক্ষতি করবে না তার দেশ। বাগদাদ সফররত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে তার প্রশাসন ইরাক এবং প্রতিবেশী দেশের মধ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ভারসাম্যমূলক নীতি গ্রহণ করেছে। ইরাক এবং এ অঞ্চলের স্বার্থ সুরক্ষা দেয়ার জন্য বাগদাদ বর্তমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ

বৈঠকে ন্যাটো মহাসচিব বলেন, ন্যাটো জোট ইরাক সরকারের অংশীদার এবং ইরাকের সার্বভৌমত্ব, দেশটির জনগণের মধ্যে ঐক্য এবং বাগদাদের সুচিন্তিত নীতির প্রতি তার জোট সব সময় সমর্থন দিয়ে যাবে।  

এছাড়া,  ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আস শাহাব পারস্য উপসাগরে নিরাপত্তা দেয়ার অজুহাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে বাগদাদ যোগ দেবে না বলে ন্যাটোর মহাসচিবের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতিতে কোনো জোটে যোগ দেবে না বাগদাদ।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ