ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে হামাসের সমর্থন ঘোষণা
ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ সংগঠনগুলো নিজেদের মধ্যে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে সম্প্রতি যে প্রস্তাব উত্থান করেছে তার প্রতি ‘নিঃশর্ত ও পূর্ণ’ সমর্থন ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
গাজা উপত্যকায় বৃহস্পতিবার প্রধান ফিলিস্তিনি সংগঠনগুলোর এক বৈঠকে হামাস নেতারা তাদের এ সমর্থনের কথা ঘোষণা করেন। তারা বলেন, ফিলিস্তিনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে তা তারা গত ১৯ সেপ্টেম্বর হাতে পেয়েছেন।
হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ও সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেন, তিনি ফিলিস্তিনিদের মধ্যে জাতীয় ঐক্য চান বলে এ প্রস্তাবনা নিঃশর্তে পূর্ণাঙ্গভাবে মেনে নিচ্ছেন। জাতীয় ঐক্যের পথে বিদ্যমান যেকোনো প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে হামাস সব ধরনের পদক্ষেপ নেবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
ইসমাইল হানিয়া চলতি মাসের গোড়ার দিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে মতপার্থক্য উসকে দিচ্ছে যাতে এসব সংগঠন তাদের আসল লক্ষ্য অর্থাৎ তেল আবিবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে। হামাস নেতা আরো বলেছিলেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে জয়লাভ করার জন্য গাজার নিরাপত্তাহীনতা থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছেন।
এদিকে হানিয়া গতকাল এই ঐক্য প্রচেষ্টায় সম্মতি জানিয়ে আশা প্রকাশ করে বলেছেন, স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনও এ প্রস্তাবে মেনে নেবে। সম্প্রতি ফিলিস্তিনের আটটি প্রতিরোধ সংগঠন নিজেদের মধ্যকার মতপার্থক্য নিরসনের লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দেয়। হামাস ও ফাতাহ আন্দোলন নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৭ সালে একটি শান্তি চুক্তি সই করেছিল। কিন্তু নানা কারণে আজ পর্যন্ত সে চুক্তি বাস্তবায়িত হয়নি।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।