সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Fri, 18 Oct 2019 08:07:07 GMT )
অক্টোবর ১৮, ২০১৯ ১৪:০৭ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ (বামে) ও জাওয়াদ জারিফ
    সের্গেই ল্যাভরভ (বামে) ও জাওয়াদ জারিফ

সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (বৃহস্পতিবার) টেলিফোনে আলোচনা করেছেন। সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে দেশ দুটির মধ্যে যে চরম সামরিক উত্তেজনা চলছে তা নিরসনে পদক্ষেপ নেয়ার বিষয়ে দুই মন্ত্রী তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেন।

টেলিফোন সংলাপের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে মধ্যস্থতা করার জন্য দুই মন্ত্রী তাদের আগ্রহ প্রকাশ করেছেন।

তুর্কি সামরিক অভিযানে উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ সিরীয় নাগরিক

টেলিফোন সংলাপে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা প্রয়োজন এবং এ ব্যাপারে তুরস্ক ও সিরিয়ার মধ্যে সংলাপ হওয়া জরুরি। এই সংলাপে তুরস্ক এবং সিরিয়ার সরকারের পাশাপাশি কুর্দিদের অংশগ্রহণও জরুরি বলে দুই মন্ত্রী মত ব্যক্ত করেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৮

 

ট্যাগ