আলেপ্পো এবং রাকা থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করেছে আমেরিকা
-
মার্কিন সেনা বহর
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো এবং রাকা প্রদেশ থেকে আমেরিকার সব সেনা প্রত্যাহার করা হয়েছে। গতকাল (রোববার) লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে একটি সূত্র মার্কিন সেনা প্রত্যাহার করার কথা নিশ্চিত করেছে।
ওই সূত্র জানিয়েছে, সারিন বিমানঘাঁটি থেকে ৬০টি সাঁজোয়াযান চলে গেছে। সারিন বিমানঘাঁটিতে আলেপ্পো প্রদেশের অবস্থিত। আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, ওই ঘাঁটি ছেড়ে যাওয়ার আগে মার্কিন সেনারা তাদের গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া, কুবানি শহর থেকে মার্কিন সেনারা চলে যাওয়ার আগে একই কাজ করেছে। তুরস্কের সীমান্তবর্তী কুবানি শহরটিও আলেপ্পো প্রদেশের অবস্থিত।
আল-মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে, মার্কিন সেনারা এসব ঘাঁটি থেকে চলে যাওয়ার সময় তাদেরকে কয়েকটি হেলিকপ্টার উপর থেকে সঙ্গ দেয়। আলেপ্পো থেকে মার্কিন সেনারা চলে যাওয়ার পথে তারা আল-হাওয়াল শরণার্থী শিবিরে প্রবেশ করে। তবে রিপোর্টে একথা পরিষ্কার করা হয়নি- কেন মার্কিন সেনারা ওই শরণার্থী শিবিরে প্রবেশ করে। শরণার্থী শিবিরটিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পরিবার-পরিজন থাকে।#
পার্সটুডে/এসআইবি/২১