আল-কুদসকে ইহুদিকরণের ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়িত হবে না: হামাস
(last modified Mon, 21 Oct 2019 06:15:57 GMT )
অক্টোবর ২১, ২০১৯ ১২:১৫ Asia/Dhaka
  • হামাস প্রধান ইসমাইল হানিয়া
    হামাস প্রধান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, পবিত্র আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিকরণের যে পরিকল্পনা ইসরাইল নিয়েছে তা কখনো বাস্তবে রূপ লাভ করবে না।

তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি যে, ইসরাইল আল-আকসা মসজিদকে বিভক্ত করার যে ষড়যন্ত্র করছে তা কখনো সফল হবে না এবং দখলদারদেরকে আল-কুদস শহরের বৈশিষ্ট্য পাল্টে দেয়ার চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেব না। প্রয়োজনে আমরা আমাদের জীবনের বিনিময়ে এই ষড়যন্ত্র রুখে দেব।”

আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদ

ইসমাইল হানিয়া বলেন, আল-কুদস শহর নিয়ে ইহুদিবাদী ইসরাইল যে পরিকল্পনা করছে তা মোকাবেলার জন্য ফিলিস্তিনি জাতিকে সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে।

হানিয়া বলেন, “সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা বিজয়ের দিকে এগিয়ে চলেছি।” ইহুদিবাদী ইসরাইলের নানা ষড়যন্ত্র ও নির্যাতনের মুখেও শক্তভাবে রুখে দাঁড়ানোর জন্য আল-কুদস শহরের লোজজনের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।#

পার্সটুডে/এসআইবি/২১

ট্যাগ