সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনুন: আয়াতুল্লাহ সিস্তানি
-
ইরাকের বিশিষ্ট শিয়া আলেম আয়ায়াতুল্লাহ আলী সিস্তানি
ইরাকের বিশিষ্ট শিয়া আলেম আয়ায়াতুল্লাহ আলী সিস্তানি সেদেশে চলমান বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ইরাক আর কখনো বিক্ষোভ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না। তিনি অবিলম্ব বিক্ষোভকারীদের দাবি-দাওয়া মেনে নেয়ার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানান।
আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম সাফি গতকাল (শুক্রবার) কারবালার জুমার নামাজের খুতবায় এই প্রখ্যাত আলেমের এ সংক্রান্ত বাণী পড়ে শোনান। এতে আয়াতুল্লাহ সিস্তানি বলেন, সরকার যদি মনে করে সময়ক্ষেপণের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রে প্রকৃত সংস্কার আনার দাবি বাস্তবায়ন না করলেও চলবে তাহলে তারা মারাত্মক বিভ্রান্তির মধ্যে রয়েছেন।
ইরাকে গত ২৫ অক্টোবর থেকে প্রশাসনে ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে শত শত মানুষ হতাহত হয়েছেন।

আয়াতুল্লাহ সিস্তানি বিক্ষোভকারীদের সঙ্গে সহিংস আচরণের নিন্দা জানিয়ে বলেন, যারা বেআইনি আচরণ করেছে তাদের বিচার করতে হবে।তিনি অবিলম্বে ইরাকের নির্বাচনি আইন সংস্কারসহ অন্যান্য সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করে সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।ইরাকের এই প্রভাবশালী আলেম বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বা জনগণের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার লক্ষ্যে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
৮৯ বছর বয়সি ইরাকের এই প্রভাবশালী আলেমকে কখনো জনসম্মুখে দেখা যায়নি কিন্তু তারপরও দেশটির শিয়া মুসলমানদের মধ্যে তার ব্যাপক প্রভাব রয়েছে। শুক্রবারের জুমার নামাজের পর কারবালা, বসরা ও নাসিরিয়া শহরে আয়াতুল্লাহ সিস্তানির সমর্থনে মিছিল হয়েছে বলে খবর পাওয়া গেছে।#
পার্সটুডে/এমএমআই/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।