গাজাবাসীকে জোর করে বিতাড়নের পরিল্পনা একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i147114-গাজাবাসীকে_জোর_করে_বিতাড়নের_পরিল্পনা_একটি_ভয়ঙ্কর_ষড়যন্ত্র_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে জোর করে বিতাড়নের যে পরিকল্পনা উত্থাপন করেছেন তা ফিলিস্তিন ও তার অধিবাসীদের ধ্বংস করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১৭:৩৯ Asia/Dhaka
  • গাজাবাসীকে জোর করে বিতাড়নের পরিল্পনা একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে জোর করে বিতাড়নের যে পরিকল্পনা উত্থাপন করেছেন তা ফিলিস্তিন ও তার অধিবাসীদের ধ্বংস করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র।

তিনি ইসরাইলবিরোধী যুদ্ধে শহীদ হিজবুল্লাহ নেতাদের এক স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। শেখ কাসেম বলেন, ট্রাম্পের ফিলিস্তিন ও গাজা বিষয়ক বক্তব্য অত্যন্ত বিপজ্জনক।  আমেরিকা ও ইসরাইল রাজনৈতিকভাবে ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলতে চায়। ট্রাম্প যা বলছেন তা ফিলিস্তিনকে ধ্বংস করার একটি সুদূরপ্রসারি চক্রান্তের সূচনা।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা যুদ্ধে তার কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এই উপত্যকার অধিবাসীদের বিতাড়নের পরিকল্পনা উত্থাপন করেছেন।

শেখ নাঈম কাসেম সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্পের এ প্রস্তাব শুধু ফিলিস্তিনের জন্য নয় বরং গোটা মুসলিম উম্মাহ ও আরব বিশ্বের জন্যও বিপজ্জনক। আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সমাজ নীরব থাকলে ট্রাম্প বলপূর্বক তার পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হিজবুল্লাহ নেতা বলেন, আমরা ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে অন্য যেকোনো স্থানে পুনর্বাসিত করার পরিকল্পনার বিরোধিতা করছি। আমরা আশা করছি আরব বিশ্বসহ গোটা মুসলিম উম্মাহ একই ধরনের কঠোর প্রতিক্রিয়া দেখাবেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭