এন্টালিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন: প্রকাশ আম্বেদকরের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/event-i145028-এন্টালিতে_অতিরিক্ত_পুলিশ_মোতায়েন_প্রকাশ_আম্বেদকরের_প্রতিবাদ
ভারতের সংবিধান প্রণেতা ও দলিত আন্দোলনের নেতা বাবাসাহেব আম্বেদকর ইস্যুতে এন্টালি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ ও বিজেপি সংসদ সদস্য আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৮:৪০ Asia/Dhaka
  • এন্টালিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন: প্রকাশ আম্বেদকরের প্রতিবাদ

ভারতের সংবিধান প্রণেতা ও দলিত আন্দোলনের নেতা বাবাসাহেব আম্বেদকর ইস্যুতে এন্টালি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ ও বিজেপি সংসদ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্কের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছিলেন, আম্বেদকরের নাম নেওয়া এখন ফ্যাশন বা হুজুগ হয়ে দাঁড়িয়েছে আম্বেদকরের নাম জপ করা ছাড়া যেন আর কিছু নেই। সব সময় আম্বেদকর আম্বেদকর চলছে। এতবার কেউ ভগবানের নাম করলে নির্ঘাত তার স্বর্গবাস ঘটত।

অমিত শাহের ওই মন্তব্যে সংসদের ভেতরে বাইরে বিক্ষোভ করে বিরোধীরা। তৃণমূল সংসদ সদস্যরা ওয়াকআউট করে।

আজ সকালে সংসদের মকর দরজার সামনে কংগ্রেসসহ বিরোধীরা আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ দেখানো শুরু করে। সেসময় বিজেপি সাংসদরা সংসদে প্রবেশ করতে চাইলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গী আহত হন। সে সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধাক্বা দেওয়ার অভিযোগ ওঠে। আর তারই জের ধরে  এন্টালি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুপক্ষের সংঘর্ষে এক পুলিশ কর্মীও আহত হয়েছে। এই ঘটনায় এখনও গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আম্বেদকরের পৌত্র প্রকাশ আম্বেদকর

এদিকে, অমিত শাহের মন্তব্য নিয়ে আজ বাবাসাহেব অম্বেদকরের পৌত্র প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকর তীব্র প্রতিবাদ জানিয়েছে। শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারির ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রকাশ আম্বেদকর  বলেন, ‘বাবাসাহেবের বিরুদ্ধে কোনও ধরনের অসম্মানজনক মন্তব্য সহ্য করা হবে না। অম্বেডকর-বিরোধী মানসিকতাকে নির্মূল করতে রাজপথ থেকে সংসদ পর্যন্ত লড়াই করা হবে।’ #

পার্সটুডে/জিএআর/১৯