কন্স্যুলেটে হামলা: ইরানকে খারাপ পরিণতির হুমকি দিলেন সৌদি কূটনীতিক
(last modified Fri, 29 Nov 2019 06:27:09 GMT )
নভেম্বর ২৯, ২০১৯ ১২:২৭ Asia/Dhaka
  • মিশরের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুকাইল
    মিশরের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুকাইল

ইরাকের পবিত্র নাজাফ শহরের ইরানি কন্স্যুলেট ভবনে মুখোশধারী দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগের পর তেহরানকে আরো খারাপ পরিণতির হুমকি দিয়েছেন একজন সৌদি কুটনীতিক।

গত বুধবার রাতে ইরাকে আর্থিক দুর্নীতি এবং সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভের সময় একদল দুষ্কৃতকারী মুখোশধারী ইরানি কন্স্যুলেট ভবনে হামলা চালায়।

মিশরের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুকাইল গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, নাজাফে ইরানি কন্স্যুলেট ভবনে হামলা হচ্ছে আঞ্চলিক রাজনীতিতে ইরানের ভূমিকার সরাসরি ফলাফল। তিনি হুমকি দিয়ে বলেন, ইরানকে আরো খারাপ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। আরবি ভাষার পত্রিকা আনবা আল-ইয়াওম এ খবর দিয়েছে। নুকাইল বলেন, এরপর যা আসছে তা কেউ ভাবতেও পারছে না।

ইরানি কন্স্যুলেট ভবনে আগুন দেয় দুষ্কৃতকারীরা

তিনি দাবি করেন, ইরাকের সঙ্গে সৌদি আরবের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ইরাক চাইলে ইরানের প্রভাব থেকে বাগদাদকে উদ্ধার করতে প্রস্তুত রয়েছে রিয়াদ।

নুকাইল অভিযোগ করেন, ইরাক ও ইয়েমেনসহ মধ্যপাচ্যের বিভিন্ন দেশে ইরান হস্তক্ষেপ করে যাচ্ছে। সৌদি আরব ঠিক একইভাবে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ করে আসছে।

সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন কুয়েত দখলের পর সৌদি আরব ইরাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২৫ বছর পর গত এপ্রিল মাসে বাগদাদের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে রিয়াদ।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ