ব্রিটিশ, ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
-
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে বাগদাদে নিযুক্ত ব্রিটিশ, ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করার দায়ে ওই তিন রাষ্ট্রদূতকে তলব করা হয়।ওই মন্ত্রণালয় আরো জানায়, ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুলমাহদির সঙ্গে সাক্ষাতের পর তিনি রাষ্ট্রদূতের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ এবং কূটনৈতিক সম্পর্কের রীতি বিরোধী।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ওই মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করেই ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির দূতাবাস থেকে ওই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
একইসঙ্গে বাগদাদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকেও গতকাল (সোমবার) ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
বাগদাদস্থ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির দূতাবাস কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের মাধ্যমে রোববার এক যৌথ বিবৃতি প্রকাশ করে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে।
ইরাকে বিদেশি মদদপুষ্ট উগ্র গোত্র ও গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতার কথা চেপে গিয়ে বিবৃতিতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাগদাদের প্রতি আহ্বান জানানো হয়।সেইসঙ্গে নিরাপত্তা বাহিনীর হাতে বিক্ষোভকারীদের নিহত হওয়ার ব্যাপারে ‘অবিলম্বে’ তদন্ত চালাতে প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি সরকারের প্রতি আহ্বান জানানো হয়।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।