ইরাক থেকে এক-তৃতীয়াংশ জনশক্তি কমাবে মার্কিন সরকার
(last modified Wed, 18 Dec 2019 12:50:51 GMT )
ডিসেম্বর ১৮, ২০১৯ ১৮:৫০ Asia/Dhaka
  • বাগদাদে মার্কিন দূতাবাস ভবন
    বাগদাদে মার্কিন দূতাবাস ভবন

ইরাকে নিযুক্ত জনশক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ স্থায়ীভাবে দেশে ফিরিয়ে নেবে মার্কিন সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ পরিকল্পনা নিয়েছে।

আজ (বুধবার) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, এ বিষয়ে তাদের হাতে কি ডকুমেন্ট এসে পৌঁছেছে যাতে বলা হয়েছে আগামী বছরের মে মাসের মধ্যে ইরাক থেকে শতকরা ২৮ ভাগ জনশক্তি দেশে ফিরিয়ে নেয়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির কাছে একটি চিঠি দিয়েছে।

ইরাকে মার্কিন জনশক্তি কমিয়ে দিলে বাগদাদে আমেরিকার দূতাবাসে কর্মীর সংখ্যা দাঁড়াবে ১১৪ জনে। এছাড়া, বাগদাদের ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টারে থাকবে ১৫ জন এবং এই এরবিলের কনস্যুলেট জেনারেলে থাকবে আটজন কর্মকর্তা-কর্মচারী।

ইরাক থেকে যে জনশক্তি কমানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন সরকার তার ভেতরে প্রতিরক্ষা বিভাগ এবং ইউএসএআইডির লোকজনও থাকবে। সিনেটকে লেখা ওই চিঠিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইরাকে কর্মী সংখ্যা কমানোর পরও অবশিষ্ট লোকজন মার্কিন প্রশাসনের মৌলিক লক্ষ্য-উদ্দেশ্য হাসিল করতে সক্ষম হবে।#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ