ইরাকের শহীদ কমান্ডার আবু মাহদির দাফন সম্পন্ন; একটাই স্লোগান আমেরিকার পতন চাই
(last modified Wed, 08 Jan 2020 11:56:47 GMT )
জানুয়ারি ০৮, ২০২০ ১৭:৫৬ Asia/Dhaka
  • শহীদ আবু মাহদি আল মুহানদিস
    শহীদ আবু মাহদি আল মুহানদিস

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির উপ-প্রধান আবু মাহদি আল মুহানদিসের মরদেহ দাফন করা হয়েছে। তাকে পবিত্র নাজাফ শহরের ওয়াদিউস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে। দাফন অনুষ্ঠানে অগণিত মানুষ অংশ নিয়েছেন।

এ সময় সবাই এক সুরে 'আমেরিকার পতন চাই, ইসরাইল ধ্বংস হোক' বলে স্লোগান দেন। তবে ইরান ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় তাদের মধ্যে এক ধরণের সন্তুষ্টি কাজ করছে।

গত সোমবার তেহরানে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসসহ পাঁচ শহীদের জানাযা নামাজ তেহরানে অনুষ্ঠিত হয়। ইরানের সর্বোচ্চ নেতা নামাজের ইমামতি করেন।

শুক্রবার মার্কিন সন্ত্রাসী হামলায় তারা শহীদ হওয়ার পর পাঁচ ইরানি এবং আবু মাহদির মৃতদেহ ইরানে নিয়ে আসা হয়। ইরানে কোটি কোটি মানুষ তাদের প্রতি শ্রদ্ধা জানান। আজ খুব ভোরে ইরানের কেরমানে জেনারেল সোলাইমানির মরদেহ দাফন করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ