সংসদে আস্থা ভোটে জিতেছে লেবাননের নতুন সরকার
(last modified Wed, 12 Feb 2020 13:11:28 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৯:১১ Asia/Dhaka
  • লেবাননের জাতীয় সংসদে আস্থা ভোট জিতেছে নতুন সরকার
    লেবাননের জাতীয় সংসদে আস্থা ভোট জিতেছে নতুন সরকার

লেবাননের নতুন সরকার দেশটির জাতীয় সংসদে আস্থা ভোটে জয়লাভ করেছে। লেবাননে অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে যখন নানা রকমের বিক্ষোভ-প্রতিবাদ চলছে তখন প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার সংসদে আস্থা ভোটে জয়লাভ করলো।

লেবাননের জাতীয় সংসদের ৮৪ জন সদস্যের মধ্যে ৬৩ জন সদস্য নতুন সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। তার আগে গতকাল (মঙ্গলবার) দীর্ঘ আট ঘণ্টা ধরে লেবাননের জাতীয় সংসদের অধিবেশন চলে। আস্থা ভোটে জেতার পর প্রধানমন্ত্রী হাসান দিয়াব সংসদ সদস্যদের ধন্যবাদ জানান এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হাসান দিয়াব জানান, তার মন্ত্রিসভায় বিভিন্ন দলের ২০ জন বিশেষজ্ঞ মন্ত্রী রয়েছেন যারা অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতি নির্মূল ও কর ফাঁকির বিরুদ্ধে কাজ করবেন।

লেবাননে বিক্ষোভ

সংসদে আস্থা ভোট অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন রকম সংস্কারের দাবিতে প্রতিবাদ করে আসছে। সেই দাবি পূরণের জন্য সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে এবং নতুন সরকার গঠন করা হয়েছে। কিন্তু নতুন সরকার কাজ শুরুর আগেই লোকজন বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করছেন।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ