আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i78027
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের সীমান্তে ইয়েমেনি সেনারা ওই ড্রোন ভূপাতিত করে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ০৬, ২০২০ ০৯:২৪ Asia/Dhaka
  • ভূপাতিত সৌদি ড্রোন
    ভূপাতিত সৌদি ড্রোন

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের সীমান্তে ইয়েমেনি সেনারা ওই ড্রোন ভূপাতিত করে।

ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর একটি অজ্ঞাত সূত্র হুথি আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া ব্যুরোকে জানিয়েছে, জিজান প্রদেশের আল-খোবে অঞ্চলে গোয়েন্দা মিশন চালানোর সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় হুদাইদা শহরের কাছে একটি ড্রোন ভূপাতিত করার এক সপ্তাহ পর নতুন করে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী এই ড্রোন ভূপাতিত করল। এর কয়েকদিন আগে সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গিবিমান ভূপাতিত করে হুথি সমর্থিত সেনারা।

ফেব্রুয়ারি মাসে ইয়ামিনি বাহিনী ঘোষণা করেছিল যে, তারা নতুন করে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে যা চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। এরপর বেশ কয়েকটি ড্রোন ও বিমান ভূপাতিত করা হলো।#

পার্সটুডে/এসআইবি/৬