অধিকৃত জেরুজালেম আল-কুদসের গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/event-i152660-অধিকৃত_জেরুজালেম_আল_কুদসের_গুরুত্বপূর্ণ_স্থানে_ইয়েমেনি_ক্ষেপণাস্ত্র_হামলা
পার্সটুডে: ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র অধিকৃত জেরুজালেমের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আবারও তার দেশের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছেন।
(last modified 2025-10-06T12:06:36+00:00 )
অক্টোবর ০৫, ২০২৫ ১৭:৪৩ Asia/Dhaka
  • ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
    ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি

পার্সটুডে: ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র অধিকৃত জেরুজালেমের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আবারও তার দেশের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছেন।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে, নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজার জনগণের গণহত্যার প্রতিক্রিয়ায়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি অনন্য সামরিক অভিযানে অধিকৃত জেরুজালেম অঞ্চলে বেশ কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

তিনি বলেছেন, "প্যালেস্টাইন ২" হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই অভিযান চালানো হয়েছে যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম।

সারি বলেছেন যে অভিযান সফল হয়েছে এবং লক্ষ লক্ষ দখলদার ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে স্থান নিতে পালিয়ে গেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও বলেন: "আমরা গাজার সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে আগ্রাসন বন্ধ এবং এই অঞ্চলের অবরোধের অবসান, প্রতিরোধের সাথে সমন্বয় করে পর্যবেক্ষণ করছি এবং আমরা এমনভাবে একত্রে কাজ করব যাতে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের দাবি আদায় হয়।"

তিনি আরও বলেছেন যে, আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের সহায়তা অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি এই ঘোষণার কয়েক ঘন্টা পরে জানিয়েছে যে ইয়েমেন থেকে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ইসরায়েলি দখলদারদের অবস্থানে বিপদের ঘণ্টা বাজানো হয় বলে ইসরায়েলি সেনা সূত্র জানিয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন বলেছে, এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বেনগুরিয়ান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। #

পার্স টুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।