রাজা হতে প্রয়োজনে পিতা সালমানকে ক্ষমতাচ্যুত করবেন বিন সালমান: রিপোর্ট
-
মোহাম্মাদ বিন সালমান
সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আগামী নভেম্বরে রিয়াদে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনের আগেই রাজার দায়িত্ব গ্রহণ করতে চান। ওই শীর্ষ সম্মেলনে তিনি নিজের রাজা হওয়ার ঘোষণা দিতে চান বলে ‘মিডল ইস্ট অনলাইন’ জানিয়েছে।
এরইমধ্যে যুবরাজ বিন সালমান নিজের পথের কাঁটা সরানোর জন্য রাজ পরিবারের সিনিয়র প্রিন্সদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন। গত শনিবার মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, কথিত অভ্যুত্থান প্রচেষ্টার দায়ে তিনি চারজন প্রিন্সকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছেন।

লন্ডন-ভিত্তিক ‘মিডল ইস্ট অনলাইন’ লিখেছে, যুবরাজ বিন সালমানের পক্ষে রাজার দায়িত্ব গ্রহণ করার জন্য তার পিতা সালমান বিন আব্দুলআজিজের মৃত্যু পর্যন্ত ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না। কাজেই প্রয়োজনে তিনি রাজা সালমানকে ক্ষমতাচ্যুত করে হলেও নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে চান। একটি সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, “রাজা সালমানের উপস্থিতিতেই রাজতন্ত্রের পুরো দায়িত্ব গ্রহণ করতে চান বিন সালমান।”
পত্রিকাটি বলেছে, গত শনিবার নায়েফ বিন আহমেদ আব্দুলআজিজ নামের চতুর্থ যে প্রিন্সকে আটক করা হয় তিনি রাজা হিসেবে বিন সালমানকে সমর্থন জানাতে অস্বীকার করেছিলেন।
একাধিক সূত্র মিডল ইস্ট অনলাইনকে জানিয়েছে, বিন সালমান এই আশঙ্কায় রয়েছেন যে, আন্তর্জাতিক অঙ্গনে তার প্রধান পৃষ্ঠপোষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করবেন না। এ কারণে তিনি রাজপরিবারে ধরপাকড় করে নিজের রাজা হওয়ার পথ পরিষ্কার করছেন এবং ট্রাম্প ক্ষমতায় থাকতেই রাজা হওয়ার বাসনা মেটাতে তৎপরত হয়ে উঠেছেন।#
পার্সটুডে/এমএমআই/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।