করোনা মহামারির মধ্যেই নগর দখলের যুদ্ধমহড়া চালাল আমেরিকা এবং আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i78530-করোনা_মহামারির_মধ্যেই_নগর_দখলের_যুদ্ধমহড়া_চালাল_আমেরিকা_এবং_আমিরাত
সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা আবুধাবিতে যৌথ যুদ্ধমহড়া চালিয়েছে। করোনাভাইরাস মহামারিকে মধ্যেই এ মহড়া চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৪, ২০২০ ১৭:৪১ Asia/Dhaka
  • করোনা মহামারির মধ্যেই নগর দখলের যুদ্ধমহড়া চালাল আমেরিকা এবং আমিরাত

সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা আবুধাবিতে যৌথ যুদ্ধমহড়া চালিয়েছে। করোনাভাইরাস মহামারিকে মধ্যেই এ মহড়া চালানো হয়।

নেটিভ ফারি’২০ নামের এ মহড়া ইউএই’র রাজধানী আবুধাবির আল-হামারা সেনাঘাঁটিতে চালান হয়। ঘাঁটিতে কৃত্রিম ভাবে তৈরি একটি শত্রু নগরী দখলের অনুশীলন করেছে যৌথ বাহিনী। কৃত্রিম নগরীতে বহুতল ভবন, আধুনিক ঘরবাড়ি, হোটেল, বিমানবন্দর, তেল শোধনাগার এবং কেন্দ্রীয় মসজিদসহ সব ধরণের ব্যবস্থা রাখা হয়েছিল।

মহড়ায় অংশ নেয়ার জন্য চার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়। মহড়ার মার্কিন সাঁজোয়া বহরের যানবাহনসহ সামরিক সরঞ্জাম পার্শ্ববর্তী দেশ কুয়েত থেকে আনা হয়। এ ছাড়া, ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়া থেকেও আনা হয়েছে এসব অনেক সামরিক সরঞ্জাম ।

নেটিভ ফারি’২০তে অংশ নেয়া এক মার্কিন সেনা

২০০৮ সাল থেকে আমেরিকা এবং ইউএই নিয়মিত দ্বিবার্ষিক এ মহড়া চালিয়ে আসছে এবং এবারে এর ২০তম পর্ব অনুষ্ঠিত হলো।

শত্রু নগরী দখলের অনুশীলন করেছে যৌথ বাহিনী

ইরানের সঙ্গে আমেরিকার টানাপড়েন যখন তুঙ্গে এবং ওয়াশিংটন যখন তেহরানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে সমর্থন আদায়ে অব্যাহত ভাবে সচেষ্ট রয়েছে তখন এ মহড়ার আয়োজন করা হলো।

পার্সটুডে/মূসা রেজা/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।