তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i79137-তুর্কি_রাষ্ট্রদূতকে_তলব_করেছে_ইরাক
বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (বৃহস্পতিবার) ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি শরণার্থী শিবিরে তুর্কি ড্রোন হামলার প্রতিবাদে রাষ্ট্রদূত তলব করে বাগদাদ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১৭, ২০২০ ১০:০৬ Asia/Dhaka
  • ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়

বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (বৃহস্পতিবার) ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি শরণার্থী শিবিরে তুর্কি ড্রোন হামলার প্রতিবাদে রাষ্ট্রদূত তলব করে বাগদাদ।

ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আলী আল-হাকিম তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে একটি চিঠি হস্তান্তর করেছেন।

ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল-সাহাফ বলেন, তুরস্ক এ ড্রোন হামলার মাধ্যমে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন ও জনগণের নিরাপত্তা বিনষ্টের যে ঘটনা ঘটিয়েছে তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। তিনি বলেন, তুর্কি ড্রোন হামলায় জান-মালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং যতটা সম্ভব শক্ত ভাষায় এর প্রতিবাদ জানানো হয়েছে। আহমাদ আল-সাহাফ জানান, ইরাকের অভ্যন্তরে তুরস্ক মাঝেমধ্যে যে বোমবর্ষণ করে তারও অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে।

গতকাল তুরস্ক ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ম্যাক্সমুর শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালালে অন্তত তিনজন নিহত হন। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এর কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৭