আজ নাকাবা দিবস: ফিলিস্তিন দখলের বর্ষপূর্তি, চলছে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i79900-আজ_নাকাবা_দিবস_ফিলিস্তিন_দখলের_বর্ষপূর্তি_চলছে_বিক্ষোভ
অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে আজ (শুক্রবার) নাকাবা বা বিপর্যয় দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। এ দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভের আয়োজন করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৫, ২০২০ ১৪:৪৮ Asia/Dhaka
  • আজ নাকাবা দিবস: ফিলিস্তিন দখলের বর্ষপূর্তি, চলছে বিক্ষোভ

অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে আজ (শুক্রবার) নাকাবা বা বিপর্যয় দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। এ দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভের আয়োজন করেছেন।

নাকাবা দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন এবং তাদের সব অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। একইসঙ্গে তারা নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল ১৯ লাখ। অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনটিকে প্রতি বছর নাকাবা বা বিপর্যয় দিবস পালন করেন ফিলিস্তিনিরা।

১৯৪৮ সালের এ দিনে ফিলিস্তিনিদের ওপর যে বিপর্যয় নেমে এসেছিল তা এখনও চলছে। প্রতিদিনই ইহুদিবাদী সেনাদের হাতে শহীদ হচ্ছেন ফিলিস্তিনিরা। তবে মজলুম এ জাতি এখনও প্রতিরোধ অব্যাহত রেখেছে। তারা বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।