চীনের অভ্যন্তরীণ বিষয়ে পাশ্চাত্যের হস্তক্ষেপের নিন্দা জানাল সিরিয়া
-
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
চীনের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে (রোববার রাতে) প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, চীন সরকার হংকংয়ের জাতীয় নিরাপত্তা বিল নামের যে আইন পাস করেছে তার বিরোধিতা করে আমেরিকা ও তার মিত্র দেশগুলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করে উন্নতির ধারা অব্যাহত রাখতেই বেইজিং এ পদক্ষেপ নিয়েছে।
গত বৃহস্পতিবার চীনের স্বায়ত্তশাসিত নগর হংকংয়ে সরাসরি জাতীয় নিরাপত্তা আইন জারি করার একটি বিল অনুমোদন করে চীনের পার্লামেন্ট। বেইজিং বলেছে, হংকংয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা, সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপ রুখতে এ নিরাপত্তা আইন জরুরি হয়ে পড়েছিল।

চীনা সংসদের এ পদক্ষেপের বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে।শনিবার যৌথ বিবৃতিটিতে স্বাক্ষর করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন, কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ চ্যাম্পেগনে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও।
১৮৪২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত হংকং ব্রিটিশ উপনিবেশবাদের দখলে ছিল। ১৯৯৭ সালে স্বায়ত্বশাসিত এ নগরীকে চীনের কাছে ফিরিয়ে দেয় লন্ডন।#
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।