ইরাকের ভূখণ্ডে তুর্কি সামরিক অভিযানের নিন্দা জানালেন ইরাকি প্রেসিডেন্ট
(last modified Thu, 09 Jul 2020 10:25:08 GMT )
জুলাই ০৯, ২০২০ ১৬:২৫ Asia/Dhaka
  • ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ
    ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ

ইরাকের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে তুরস্কের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। তিনি তুর্কি সামরিক অভিযানকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করে।

বাগেদাদে নিযুক্ত কয়েকটি আরব দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশে দেয়া বক্তৃতায় বারহাম সালিহ বলেন, ইরাক তার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরাকের ভূখণ্ডে তুরস্কের সামরিক এখনই এই লংঘন বন্ধ করতে হবে।

তুর্কি বাহিনীর সামরিক অভিযান

গত ১৭ জুন তুরস্কের সামরিক বাহিনী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অপারেশন ক্ল-টাইগার নামে স্থল অভিযান পরিচালনা করে। এর দুইদিন আগে তুর্কি বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে টানা বিমান হামলা চালায়।

পিকেকে গেরিলারা প্রায়ই তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। জবাবে তুর্কি সেনারাও কুর্দি গেরিলাদের অবস্থানে অভিযান চালায়। তুরস্ক সরকার এবং পিকেকে গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ছিল কিন্তু ২০১৫ সালে তা ভেঙে যায়।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ