মসজিদুল আকসা ফিলিস্তিনি জনগণের রেড লাইন: হামাস
-
হামাসের মুখপাত্র ফৌজি বারহুম
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের রেড লাইন; কাজেই পবিত্র এই স্থাপনার প্রতি সমর্থন জানানো বিশ্বের সকল মুসলমানের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।
হামাসের মুখপাত্র ফৌজি বারহুম গাজা উপত্যকায় ইসরাইল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে দেয়া ভাষণে এ মন্তব্য করেন। মসজিদুল আকসার বাব-আর-রাহমাহ চত্বরে নামাজ আদায়ের ওপর ইসরাইলি কর্তৃপক্ষ যে নিষেধাজ্ঞা দিয়েছে তার প্রতিবাদে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বারহুম তার ভাষণে বলেন, বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) ফিলিস্তিনের চিরকালীন রাজধানী। আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল যতই তাদের কথিত শতাব্দির সেরা চুক্তি বাস্তবায়নের চেষ্টা করুক না কেন এ বাস্তবতা মুছে যাবে না।
প্রতিবাদ সমাবেশে ইসলামি জিহাদ আন্দোলনের কেন্দ্রীয় নেতা খাদার হাবিব বলেন, কুদস শরীফকে কেন্দ্র করে ইহুদিবাদী ইসরাইল যেসব অশুভ পরিকল্পনা প্রণয়ন করছে ফিলিস্তিনি জনগণ তার কোনোটি বাস্তবায়নের অনুমতি দেবে না।#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।