ইরানে হামলার জন্য কুর্দিস্তানের মাটি ব্যবহৃত হবে না: মাসুদ বারজানি
-
জাওয়াদ জারিফ (বামে) ও মাসুদ বারজানির বৈঠক
ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান মাসুদ বারজানি বলেছেন, কুর্দিস্তানের মাটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলার জন্য কখনো ব্যবহৃত হতে দেয়া হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে গতকাল (রোববার) এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।
তিনি বলেন কুর্দিস্তান কখনো শান্তি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে উঠবে না। বৈঠকে বারজানি ইরান ও ইরাকের মধ্যকার শক্তিশালী বন্ধনের কথা উল্লেখ করেন। এছাড়া, ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানির ভূমিকা ভোলার মতো নয় বলে উল্লেখ করেন।

বৈঠকে বারজানি বলেন, “যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ আমাদের ওপর হামলা করল তখন প্রথম রাতেই ইরান অস্ত্র ভর্তি দুটি বিমান পাঠিয়েছিল, যে সত্য সবসময় আমাদেরকে বলতেই হবে।”
গতকালের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, তেহরান সবসময় বাগদাদ এবং ইরবিলের মধ্যে সুসম্পর্ক প্রত্যাশা করেছে। বৈঠকে দু পক্ষই ইরান এবং কুর্দিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ওপর গুরুত্ব আরোপ করেন।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।