কোনো ঔপনিবেশিক শক্তি আর লেবাননে ফিরতে পারবে না: প্রেসিডেন্ট আউন
(last modified Sat, 08 Aug 2020 13:09:12 GMT )
আগস্ট ০৮, ২০২০ ১৯:০৯ Asia/Dhaka
  • লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন
    লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, তার দেশে আর কোনো ঔপনিবেশিক শক্তি আর ফিরে আসতে পারবে না। বিস্ফোরণে বিধ্বস্ত বৈরুত বন্দর পরিদর্শনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিতর্কিত বক্তব্য দেয়ার পর লেবাননের জনগণের ভেতর যখন ব্যাপক ক্ষোভ বিরাজ করছে তখন প্রেসিডেন্ট আউন একথা বললেন।

তিনি গতকাল সাংবাদিকদের বলেন, "আমার নজর যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত লেবাননের সার্বভৌমত্ব কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না।”

মঙ্গলবার বৈরুত বন্দরে বিস্ফোরণের পর বৃহস্পতিবার সেখানে পরিদর্শনে যান ফরাসি প্রেসিডেন্ট এবং তিনি উদ্বিগ্ন ও ব্যস্ত নেতার মত শার্টের হাতা গুটিয়ে এদিক ওদিক ছোটাছুটি করেন এবং বিভিন্ন লোকের সাথে কথা বলেন। পরে প্রেসিডেন্ট আউনের সঙ্গে বৈঠকের সময় এই বিস্ফোরণের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। পাশাপাশি বিক্ষোভকারী লোকজনের দাবি মোতাবেক যদি লেবাননের নেতারা দেশে সংস্কার ও রাজনৈতিক পরিবর্তন না আনেন তাহলে ফ্রান্স লেবাননের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে হুমকি দেন।

বৈরুত বন্দরে বিস্ফোরণের পর বৃহস্পতিবার সেখানে পরিদর্শনে যান ফরাসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে ইমানুয়েল ম্যাক্রনের এই আহ্বান প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেন, বিদেশী কোনো শক্তির হামলার রকেট বা ক্ষেপণাস্ত্র পর এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায় নি।

সাত দশকেরও বেশি সময় আগে ফ্রান্সের উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে লেবানন।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।