ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে বিভিন্ন দেশকে বাধ্য করছে আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i83145-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_করতে_বিভিন্ন_দেশকে_বাধ্য_করছে_আমেরিকা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আরব দেশগুলোকে বাধ্য করতে শক্তি প্রয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২০ ১৭:০৮ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আরব দেশগুলোকে বাধ্য করতে শক্তি প্রয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তিনি আজ (বৃহস্পতিবার) তেহরানে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। আব্দুল্লাহিয়ান আরও বলেন, ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্থাপন ইস্যুতে আমেরিকার সাম্রাজ্যবাদী চেহারা আবারও স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, ইসরাইলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার যে নাটক সেটা সাজানো হয়েছে কেবলি মার্কিন নির্বাচনকে সামনে রেখে। নির্বাচনি লক্ষ্যই এর পেছনে মূল ভূমিকা রেখেছে। এর পেছনে আমেরিকার সাম্রাজ্যবাদী ও লজ্জাজনক আচরণ ও নীতির প্রভাব না থাকলে হোয়াইট হাউসের ব্যালকনিতে বসে এই সার্কাস করার কোনো প্রয়োজন পড়তো না।

এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত স্টিফেন শোল্‌য পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও দায়েশ মোকাবেলার ক্ষেত্রে ইরানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে মনে করে অস্ট্রিয়া। দুই দেশের সংসদের মধ্যে সম্পর্ক জোরদারের কথাও বলেন এই রাষ্ট্রদূত।

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।