অক্টোবর ১০, ২০২০ ২২:৪৩ Asia/Dhaka
  • সৌদি আরবে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমান জড়িত বলে অভিযোগ রয়েছে
    সৌদি আরবে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমান জড়িত বলে অভিযোগ রয়েছে

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হওয়ার জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। সংস্থাটি জতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, রিয়াদ যাতে মানবাধিকার পরিষদের সদস্য হতে না পারে সেজন্য তার বিরুদ্ধে ভোট দিন।

এইচআরডাব্লিউ বলেছে, চরম রক্ষণশীল সৌদি আরব দেশে ও বিদেশে মারামত্মকভাবে মানবাধিকার লঙ্ঘনে জড়িত। সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে আরো বলেছে, সৌদি আরব মানবাধিকার কর্মী ও নারী অ্যাক্টিভিস্টসহ রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের অধিকার লঙ্ঘন অব্যহত রেখেছে।

এইচআরডাব্লিউ’র জাতিসংঘ বিষয়ক পরিচালক লুইস চরবোনিউ বলেন, পারস্য উপসাগরীয় রাজতান্ত্রিক এই দেশটি মানবাধিকারের মারাত্মক অপব্যবহারকারী রাষ্ট্র। সেই দেশকে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক পরিষদের আসন দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না। তিনি বলেন, সৌদি আরব শুধুমাত্র দেশের মধ্যেই মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন ঘটায় না বরং আন্তর্জাতিক পর্যায়েও দেশটি মানবাধিকার ব্যবস্থা দুর্বল করতে ভূমিকা রাখছে।#   

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ