নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ শিগগিরই সাক্ষাৎ করবেন
-
নেতানিয়াহু (ডানে) এবং আবুধাবির যুবরাজ
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান খুব শিগগিরই আলোচনায় বসবেন। এর আগে দুজনের মধ্যে ফোন আলাপ হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার উপায় নিয়ে যুবরাজ জায়েদ আল-নাহিয়ান আলোচনায় বসবেন।
গত ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে তেল আবিব যে চুক্তি সই করেছে সোমবার ইসরাইলের মন্ত্রিসভা তা অনুমোদন দিয়েছে। এরপর নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান শিগগিরই সাক্ষাৎ করবেন এবং এ জন্য তারা পরস্পরকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আবুধাবির যুবরাজও টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তিনি এবং নেতানিয়াহু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে টেলিফোনে আলাপ করেছেন।
গত ১৫ সেপ্টেম্বর আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে চুক্তি করে তাতে তেলআবিবের পক্ষে সই করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফিলিস্তিনের সাধারণ জনগণ এবং সেখানকার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ইসরাইলের ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।#
পার্সটুডে/এসআইবি/১২