‘বাহরাইনের ৯৫ ভাগ মানুষ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে’
https://parstoday.ir/bn/news/west_asia-i83966-বাহরাইনের_৯৫_ভাগ_মানুষ_ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_স্বাভাবিকীকরণের_বিরুদ্ধে’
বাহরাইনের শতকরা ৯৫ ভাগ মানুষ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধী। একথা জানিয়েছে বাহরাইনের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাক ন্যাশনাল সোসাইটি।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ১৮, ২০২০ ২০:৫৪ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে বাহরাইনে বিক্ষোভ
    ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে বাহরাইনে বিক্ষোভ

বাহরাইনের শতকরা ৯৫ ভাগ মানুষ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধী। একথা জানিয়েছে বাহরাইনের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাক ন্যাশনাল সোসাইটি।

এ অবস্থায় আল-ওয়েফাক জোট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। আজ (রোববার) যখন এ জোট এই বক্তব্য দিল তখন ইহুদিবাদী ইসরাইল এবং বাহারাইন দুই পক্ষ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার একটি যৌথ ঘোষণাপত্রে সই করতে যাচ্ছে।

এই চুক্তি সই করার জন্য আমেরিকা এবং ইসরাইলের একটি সম্মিলিত প্রতিনিধিদল বাহরাইনের রাজধানী মানামা সফল করবে।

গত পনেরোই সেপ্টেম্বর ইসরাইল, বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাতে মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই হয়। এরপর যৌথ ঘোষণাপত্রে সই করার চুক্তিকে বড় পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।