ইসরাইলি-মার্কিনী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত ফিলিস্তিনিকে ঐক্যবদ্ধ হতে হবে: হামাস
(last modified Thu, 29 Oct 2020 14:32:33 GMT )
অক্টোবর ২৯, ২০২০ ২০:৩২ Asia/Dhaka
  • হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ইয়াহিয়া সিনওয়ার (ডানে)
    হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ইয়াহিয়া সিনওয়ার (ডানে)

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলি দখলদারিত্ব এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ব্যাপারে আমেরিকা যে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছে তার বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের জন্য সমস্ত ফিলিস্তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গাজা উপত্যকার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ পাঁচ হাজার ব্যক্তির কাছে পাঠানো চিঠিতে একথা বলেছেন। তিনি বলেন, জাতির মধ্যে পরিপূর্ণ ঐক্য প্রতিষ্ঠাই তার এই চিঠি পাঠানোর কৌশলগত লক্ষ্য।

তিনি ইসরাইল-আমেরিকার পক্ষ থেকে সৃষ্ট হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তা মোকাবেলায় সমস্ত ফিলিস্তিনিকে সর্বাত্মক লড়াইয়েরিআহ্বান জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিল অব দ্যা সেঞ্চুরি নামে যে কথিত শান্তি চুক্তি উন্মোচন করেছেন তার বিরুদ্ধে এবং ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ ও পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্তিকরণের বিরুদ্ধে এই সর্বাত্মক লড়াই জরুরি।

ইহুদিবাদী ইসরাইলের ভূমি দখল এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হামাস কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে বলে তিনি জানান।#

 পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ