ভিসা দিচ্ছে সৌদি; আজ থেকে ওমরাহর সুযোগ পাচ্ছে বিদেশি যাত্রীরাও
https://parstoday.ir/bn/news/west_asia-i84314-ভিসা_দিচ্ছে_সৌদি_আজ_থেকে_ওমরাহর_সুযোগ_পাচ্ছে_বিদেশি_যাত্রীরাও
আজ (রোববার) থেকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি যাত্রীরাও। এখন থেকে দৈনিক ২০ হাজার মুসল্লি ওমরাহ পালন এবং ৬০ হাজার মুসল্লি মসজিদুল হারামে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০১, ২০২০ ১৮:২৯ Asia/Dhaka
  • ভিসা দিচ্ছে সৌদি; আজ থেকে ওমরাহর সুযোগ পাচ্ছে বিদেশি যাত্রীরাও

আজ (রোববার) থেকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি যাত্রীরাও। এখন থেকে দৈনিক ২০ হাজার মুসল্লি ওমরাহ পালন এবং ৬০ হাজার মুসল্লি মসজিদুল হারামে নামাজ আদায়ের সুযোগ পাবেন।

মহামারি করোনাভাইরাসের কারণে এতদিন ওমরাহ পালনের জন্য বিদেশ থেকে সৌদি আরবে প্রবেশের অনুমতি ছিল না। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে পবিত্র ওমরাহর কার্যক্রম শুরু হলেও কেবল সেদেশে বসবাসরতরাই এ সুযোগ পাচ্ছিলেন।

আজ ওমরাহ পালনকারীদের কাতারে শামিল হয়েছেন বিদেশ থেকে গতকাল আসা যাত্রীরাও। গতকালই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনের জন্য বহু যাত্রী সৌদি আরব এসে পৌঁছান।

সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওমরাহর তৃতীয় পর্যায়ের প্রথম পর্বে মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিকরা ভিসা পেয়েছেন। অন্য দেশগুলোও দ্রুত ভিসা পাবে বলে জানানো হয়েছে। #

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।