সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হলেন শীর্ষস্থানীয় কূটনীতিক ফয়সাল মিকদাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i84827
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক ডিক্রি জারি করে উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ২৩, ২০২০ ০৬:১৭ Asia/Dhaka
  • ফয়সাল মিকদাদ
    ফয়সাল মিকদাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক ডিক্রি জারি করে উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর গতকাল (রোববার) এক ঘোষণায় বলেছে, বাশার আসাদের নির্দেশে ফয়সাল মিকদাদ সম্প্রতি মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লিমের স্থলাভিষিক্ত হবেন।

সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লিম গত সোমবার ৭৯ বছর বয়সে দামেস্কে ইন্তেকাল করেন।

বাশার আল-জাফরি

প্রেসিডেন্টের দফতরের ঘোষণায় আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট আসাদ অপর শীর্ষস্থানীয় কূটনীতিক বাশার আল-জাফরিকে উপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। বাশার আল-জাফরি দীর্ঘদিন জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি নিযুক্ত ছিলেন।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অপর এক ডিক্রিতে বাসসাম আস-সাব্বাগকে জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন। সাব্বাগ এর আগে জাতিসংঘের সিরিয়া মিশনে বাশার আল-জাফরির সহযোগী ছিলেন।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।