ইরানি বিজ্ঞানী হত্যার নিন্দা করলো সংযুক্ত আরব আমিরাত ও জর্দান
(last modified Mon, 30 Nov 2020 04:39:23 GMT )
নভেম্বর ৩০, ২০২০ ১০:৩৯ Asia/Dhaka
  • শহীদ মোহসেন ফাখরিজাদে
    শহীদ মোহসেন ফাখরিজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরাত এবং জর্দান। গত শুক্রবার রাজধানী তেহরানের কাছে ইরানের এ বিজ্ঞানীকে সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলি চালিয়ে শহীদ করে।

গতকাল (রোববার) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশের মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘৃণ্য এই হত্যাকাণ্ডের নিন্দা জানায় সংযুক্ত আরব আমিরাত। এ ঘটনার ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা ও উত্তেজনা আরো বেড়ে যাবে বলে মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।

বিজ্ঞানী হত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

সংযুক্ত আরব আমিরাত বলেছে, যেকোন মূল্যেই হোক আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে হবে। এক্ষেত্রে সব পক্ষকে ধৈর্য ধারনের আহ্বান জানিয়েছে আবুধাবি।

এদিকে, জর্দানও একই ধরনের বিবৃতি দিয়ে ইরানি বিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। ফাখরিজাদে হত্যার ঘটনায় ইরানের পক্ষ থেকে মূলত ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ