সৌদি জোট ইয়েমেনে এ পর্যন্ত ৩,০০০ গুচ্ছবোমা ব্যবহার করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i86700
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত তিন হাজার ১৭৯টি গুচ্ছ বোমা ব্যবহার করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২১ ১৮:৩৩ Asia/Dhaka
  • সৌদি আরবের ব্যবহার করা গুচ্ছ বোমা
    সৌদি আরবের ব্যবহার করা গুচ্ছ বোমা

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত তিন হাজার ১৭৯টি গুচ্ছ বোমা ব্যবহার করেছে।

ইয়েমেনের এক্সিকিউটিভ মাইন অ্যাকশন সেন্টারের মহাপরিচালক আলী সোফরা গতকাল (রোববার) এ কথা বলেছেন।

তিনি জানান, এসব গুচ্ছবোমার বেশিরভাগ শিকার হয়েছেন বেসামরিক নাগরিক এবং নিহতের মধ্যে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি। তিনি জানান, গুচ্ছ বোমা হামলায় ইয়েমেনের এক হাজারের বেশি মানুষ মারা গেছেন যাদের বেশিরভাগই কৃষি এবং তৃণভূমি এলাকায় বাস করতেন।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। যুদ্ধের এক পর্যায়ে এসব দেশ ইয়েমেনের ওপর সর্বাত্মক অবরোধ দিয়েছে যার কারণে দেশটি এখন মানবিক বিপর্যয়ের মুখে।

গত বছরের জুন মাসে ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় সতর্ক করে বলেছিল, সৌদি আরবের ব্যবহার করা গুচ্ছবোমা ইয়েমেনের সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন করে তুলেছে।#

পার্সটুডে/এসআইবি/১