এবার ইসরাইলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i86712-এবার_ইসরাইলের_গোয়েন্দা_ড্রোন_ভূপাতিত_করলো_হিজবুল্লাহ_যোদ্ধারা
লেবাননের সেই প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননের ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২১ ২১:২১ Asia/Dhaka
  • এবার ইসরাইলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ যোদ্ধারা

লেবাননের সেই প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননের ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ।

এগুলো এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে আজ সোমবার সকালে ড্রোনটিকে ভূপাতিত করা হয় তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি।

এদিকে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দাবি করেছে যে একই অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন লেবাননের সীমানার মধ্যে পড়েছে তবে থেকে কোনো তথ্য হিজবুল্লার হাতে চলে যাওয়ার কোনো ঝুঁকি নেই।

ইসরাইলি ড্রোন

ফিলিস্তিনের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার উপর থেকে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করা একদিন পর হিজবুল্লার হাতে ইহুদিবাদী ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটলো। রোববার গাজা উপত্যকার বেথেলহেম পয়েন্ট এর কাছ থেকে গাজার চিত্রগ্রহণের সময় ওই ড্রোন ভূপাতিত করে সেখানকার যোদ্ধারা।#

পার্সটৃুডে/এসআইবি/১