হুথিদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্তি দিচ্ছে বাইডেন প্রশাসন
https://parstoday.ir/bn/news/west_asia-i86950-হুথিদের_সন্ত্রাসবাদের_কালো_তালিকা_থেকে_মুক্তি_দিচ্ছে_বাইডেন_প্রশাসন
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেও তা থেকে সংগঠনটিকে মুক্তি দিচ্ছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১৬:৫৩ Asia/Dhaka
  • আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা
    আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেও তা থেকে সংগঠনটিকে মুক্তি দিচ্ছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্তি দেয়ার বিষয়ে এরইমধ্যে বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, তারা হুথিদেরকে সন্ত্রাসী তালিকা থেকে মুক্তি দেবে। ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ মুহূর্তে হুথিদেরকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেন।

জো বাইডেন

গতকাল (শুক্রবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পরিষ্কার করেছেন যে, আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসের কালো তালিকা থেকে মুক্ত করা হবে। তিনি ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয়ের দেশ হিসেবে আখ্যা দেন।

বাইডেন প্রশাসন এ বিষয়ে আগাগোড়া পর্যালোচনা করেছে। এ সম্পর্কে পররাষ্ট্র দপ্তর মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যে, তারা আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্তি দিচ্ছে।

সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে কারণে ইয়েমেনের ওপর অন্যায়ভাবে সৌদি আরব আগ্রাসন চালালেও তা থামানোর কোনো চেষ্টা করেন নি বরং ক্ষমতার শেষ পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেন।#

পার্সটুডে/এসআইবি/৬