সৌদি জোটের আরেক ড্রোন ধ্বংস করলো ইয়েমেনের সেনাবাহিনী
(last modified Fri, 12 Feb 2021 09:25:58 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২১ ১৫:২৫ Asia/Dhaka

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, মায়ারিব প্রদেশে সৌদি জোটের 'সিএইচ-৪' মডেলের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তিনি আজ (শুক্রবার) সকালে এ ঘোষণা দিয়েছেন। এই মুখপাত্র বলেন, ভূপাতিত ড্রোনটি আগ্রাসী সৌদি জোটের। গোয়েন্দা তৎপরতা চালানোর সময় এটিকে ভূপাতিত করা হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ড্রোনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। ড্রোন ধ্বংসে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও জনসমক্ষে প্রদর্শন করা হয়নি।

এদিকে, গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবে আবহা আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। চারটি ড্রোন বিমান বন্দরের হ্যাঙ্গারে আঘাত হেনেছে।

সৌদি আরব বেসামরিক বিমান বন্দরগুলোকে ইয়েমেনে হামলার কাজে ব্যবহার করছে বলে ইয়াহিয়া সারি জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইয়েমেনে সৌদি হামলা অব্যাহত থাকা পর্যন্ত পাল্টা আঘাতও অব্যাহত থাকবে।#   

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।