ইসরাইলের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড
https://parstoday.ir/bn/news/west_asia-i90978-ইসরাইলের_তেল_শোধনাগারে_ভয়াবহ_অগ্নিকাণ্ড
ইহুদিবাদী ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গণমাধ্যম প্রাথমিকভাবে বলছে, সাইবার হামলা রফলে ওই অগ্নিকাণ্ড শুরু হয়। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০১, ২০২১ ১৮:৫২ Asia/Dhaka
  • হাইফা নগরীর তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড
    হাইফা নগরীর তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইহুদিবাদী ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গণমাধ্যম প্রাথমিকভাবে বলছে, সাইবার হামলা রফলে ওই অগ্নিকাণ্ড শুরু হয়। 

ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, গতকাল (শুক্রবার) শেষ বেলায় হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা আগুন নেভাতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা হয়।  

ইসরাইলের জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ইসরাইলের চ্যানেল-১২ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে।  

ইসরাইলি পত্রিকাটি জানিয়েছে, এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘটনায় শোধনাগারের ক্ষতি ও সম্ভাব্য হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারত কিছু বলে নি।#

পার্সটুডে/এসআইবি/১